Ramadaan

তালহা ইবনে উবায়দুল্লাহ (রাঃ) থেকে বর্ণিত। দু’ ব্যক্তি দূর-দূরান্ত থেকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর নিকট এসে উপস্থিত হলো। তারা ছিলো খাঁটি মুসলমান। তাদের একজন ছিলো অপরজন অপেক্ষা শক্তিধর মুজাহিদ। তাদের মধ্যকার মুজাহিদ ব্যক্তি যুদ্ধ করে শহীদ হলো এবং অপরজন এক বছর পর মারা গেলো। তালহা (রাঃ) বলেন, আমি একদা স্বপ্নে দেখলাম যে, আমি জান্নাতে দরজায় উপস্থিত এবং আমি তাদের সাথে আছি। জান্নাত থেকে এক … পড়তে থাকুন Ramadaan

Aren’t you too?

Originally posted on মোহাম্মদ তোয়াহা আকবর:
A person came to visit a Muslim who completely submitted himself to Allah and His guidance (Quran-Sunnah). This Muslim was a true believer in everything that was revealed from Allah through the Qur’an and Sunnah. Therefore he was seriously preparing himself for the upcoming danger of the severe pangs of death, the loneliest time of the grave, the all shaking day of… পড়তে থাকুন Aren’t you too?

ঈদের ‘আনন্দ’ কী জিনিস?

Originally posted on মোহাম্মদ তোয়াহা আকবর:
ভাই, ঈদ মানে তো আনন্দ। কিন্তু ঈদে তো ওরকম আনন্দ লাগে না আসলে। ভাইরে, রমাদ্বানকে রমাদ্বানের মতো আপ্যায়ন না করলে, নিজেকে শুধরানোর জন্য দিনরাত নিজের জানটাকে সত্যি সত্যি বাজি রেখে ‘ইবাদাতে কঠোর-কঠিন পরিশ্রম না করলে, দুনিয়ার ‘অমুক’ জিনিস আর ‘তমুক’ খানার ফাঁদে পা দিয়ে দিয়ে নোংরা আর নষ্ট করে ফেলা অন্তরটাকে উদ্ধার করতে না পারলে, ঈদ তো পরের কথা, ফরজ নামাজের আনন্দটাই… পড়তে থাকুন ঈদের ‘আনন্দ’ কী জিনিস?

চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত

আসওয়াদ ইবনে ইয়াযীদ (রাঃ) থেকে বর্ণিত। তিনি বলেন, আবদুল্লাহ (রাঃ) বলেছেন, আমি তোমাদের নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কে বলতে শুনেছিঃ যার চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখেরাত, তার পার্থিব চিন্তার জন্য আল্লাহই যথেষ্ট হয়ে যান। আর যে ব্যক্তি দুনিয়ার চিন্তায় মোহগ্রস্ত থাকে তার যে কোন উপত্যকায় বা প্রান্তরে ধ্বংস হয়ে যাওয়াতে আল্লাহর কোন পরোয়া নাই। ‘Abdullah said:“I heard your Prophet (ﷺ) say: ‘Whoever focuses all his concerns … পড়তে থাকুন চিন্তার কেন্দ্রবিন্দু হবে আখিরাত

কঠিন অন্তর…

মুআজ বিন জাবাল (রাদিআল্লাহু তা’আলা আনহু) বলেন: “অচিরেই কুরআন মানুষের মনে পুরাতন হয়ে যাবে, যেভাবে কাপড় পুরাতন হয়ে জীর্ণশীর্ণ হয়ে যায় । তারা কুরআন পড়বে; কিন্তু তাতে কোনো স্বাদ পাবে না। বাঘের অন্তরের ওপর ভেড়ার চামড়া পরাবে তারা । তাদের কাজ হবে শুধুই আশা করা । আশার সাথে ভয় মিশ্রিত থাকবে না তাদের মাঝে । আমলে অসম্পূর্ণতা রেখে তারা বলবে, “সামনে পুষিয়ে নেব ।” আর … পড়তে থাকুন কঠিন অন্তর…

ইল্মের ভালোবাসায়

ইমাম মুহাম্মাদ বিন হাসান আশ শাইবানী (রাহ.) লেখালেখির কাজে রাতের বেশির ভাগ সময় জেগে থাকতেন৷ তাঁর চারদিকে বইপত্র আর কাগজের স্তুপ ছিল। তাঁর ১০ জন শিক্ষিতা দাসী ছিলেন, যাঁরা পড়ে শোনানো, অনুলিপি করা এবং বিশুদ্ধকরণে তাঁকে সহযোগিতা করতেন৷ একবার কেউ তাঁকে জিজ্ঞেস করলেন, আপনি ঘুমান না কেন? জবাবে তিনি বললেন, ❝লোকেরা আমার ওপর ভরসা করে শুয়ে আছে৷ তারা মনে করে কোনো মাস’আলার প্রয়োজন হলে মুহাম্মাদের … পড়তে থাকুন ইল্মের ভালোবাসায়

তোমার জিহবা যেন আল্লাহর যিকিরে সিক্ত থাকে…

‘জান্নাতে প্রবেশের পর জান্নাতবাসীদের কোন আফসোস থাকবে না, শুধু ঐ সময়ের জন্য আফসোস থাকবে যা দুনিয়াতে আল্লাহর যিকির ছাড়া কাটিয়েছে।’ [১] সুবাহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, লা ইলাহা ইল্লাল্লাহ এগুলো নিয়মিত যিকির। একবার দরুদ পড়লেন একবার যিকির হলো, আজানের জবাব দিলেন যিকির হলো, কোন ভাল কাজ আল্লাহর নামে শুরু করলেন যিকির হলো, আল্লাহর কাছে দোআ করলেন যিকির হলো, কুরআন পড়লেন তবুও যিকির হলো, নামাজও একটি যিকির। … পড়তে থাকুন তোমার জিহবা যেন আল্লাহর যিকিরে সিক্ত থাকে…

وَقُلُوبُهُمْ وَجِلَةٌ

আল্লাহর আনুগত্যে সৎকর্ম করার পর আমাদের অন্তরের অবস্থা কেমন হওয়া উচিত? নবী (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম) এর সহধর্মিণী আয়িশা (রাদিয়াল্লাহু আনহা) থেকে বর্ণিত। তিনি বলেন, আমি রাসুলুল্লাহ্ (সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম)-কে এ আয়াতটি সম্পর্কে জিজ্ঞাসা করলাম। (والَّذِينَ يُؤْتُونَ مَا آتَوْا وَقُلُوبُهُمْ وَجِلَةٌ) অর্থঃ ’‘আর যারা দান করে এবং তাদের অন্তর ভীত কম্পিত।’’ [আল-মুমিনুন – ৬০] আয়িশা রাদিয়াল্লাহু আনহা বললেন, এরা কি তারা যারা মদ পান করে এবং … পড়তে থাকুন وَقُلُوبُهُمْ وَجِلَةٌ

কম্ফোর্ট জোন

এমন একটা অবস্থায় আছি সবাই, হাহুতাশ আর আফসোসের কমতি নেই, সবাই দু’আ করছে যেন এমন অবস্থার অবসান ঘটে। অনেক কান্নাকাটি করে দু’আ করা হচ্ছে, আল্লাহর রাহমাহ ও মাগফিরাতের কামনা করা হচ্ছে। তবে আমার মাথায় কেবল এই হাদিসটা ঘুরছে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়া সাল্লাম বলেছেন-.والذي نفسي بيدِه لتَأمرُنَّ بالمعروفِ ولتَنهوُنَّ عن المنكرِ أوليُوشِكَنَّ اللهُ أن يَبعثَ عليكمْ عقابًا منهُ فتدعونهُ فلا يَستجيبُ لكمْ.“যার হাতে আমার প্রাণ … পড়তে থাকুন কম্ফোর্ট জোন

হালালভাবে দুনিয়া উপার্জন

“যে ব্যক্তি হালালভাবে দুনিয়ার সম্পদ অর্জন করতে চায় যাতে করে তাকে কারও কাছে হাত পাততে না হয়, যেন পরিবারের সুখের ব্যবস্থা করা যায় ও প্রতিবেশীদের প্রতিও সদয় হওয়া যায়, আল্লাহ তাকে কিয়ামাতের দিন এমন অবস্থায় উত্থিত করবেন যে তার চেহারা ভরা পূর্ণিমার চাঁদের মত উজ্জ্বল থাকবে। আর যে ধন্যাঢ্যতার জন্য ও গর্ব করার জন্য দুনিয়ার সম্পদ অর্জন করতে চাইবে সে এমন অবস্থায় আল্লাহর সাক্ষাৎ পাবে … পড়তে থাকুন হালালভাবে দুনিয়া উপার্জন